রাস্তার মাঝখানে অস্ত্র হাতে এক তরুণীর নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি ভাইরাল হতেই এই তরুণীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকেই। সেই আহ্বানে সাড়া দিয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের লখনৌতে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই নারী একজন ইউটিউবার, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে পিস্তল নিয়ে হাইওয়ের মাঝে দাঁড়িয়ে এক তরুণী গানের তালে তালে নাচছেন। পরে একবার পিস্তল উঁচিয়ে ধরে পরে তা হাইওয়েতে ছুড়েও ফেলেন। এরপরও রিল চালু রাখেন তিনি।
এ সময় তরুণীকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল একের পর গাড়ি। দূরে কয়েক জন দাঁড়িয়ে তরুণীর এই কীর্তিকলাপ দেখছিলেন। জানা গেছে, যে তরুণীকে পিস্তল হাতে রিল ভিডিও বানাতে দেখা গেছে তার নাম সিমরন যাদব। তিনি উত্তরপ্রদেশের লখনৌতে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এই ভিডিও অ্যাডভোকেট কল্যাণজি চৌধুরী নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন।