বিপিএলের মাঝপথে দল পেয়ে যা বললেন মুমিনুল
চলতি বিপিএলের শুরুতে দল পাননি টাইগার ব্যাটার মুমিনুল হক। প্লেয়ার্স ড্রাফটে কোনো দলই তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। তবে আসরের মাঝপথে এসে অবশেষে রংপুর রাইডার্স বাংলাদেশ দলের সাবেক এই টেস্ট অধিনায়ককে দলে ভিড়িয়েছে।
দলে ডাক পাওয়ার পর আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মুমিনুল। তিনি বলছিলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি রিজিকটা আল্লাহর হাতে। ওরা খেলছে আমি এ দেশের ভালো খেলোয়াড় হয়ে খেলতে পারছি না এটা নিয়ে আফসোস হওয়ার কিছু নাই। আমি সবসময় বিশ্বাস করি আপনি আপনার কাজটা করবেন আমি আমার কাজটা করব বাকিটা আল্লাহর হাতে। আমি আমার কাজটা করার পর হয়তো সুযোগ পাবো। বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গায় আপনি সবসময় সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো সুযোগটা কাজে লাগানো।’
সুযোগ পাওয়া নিয়ে মুমিনুল বললেন, ‘সর্বপ্রথম আমার কাছে মনে হয় আল্লাহকে ধন্যবাদ, শুকরিয়া। সেই সঙ্গে রংপুরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমাকে এ বছর বিপিএল খেলার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ হয়তো সবাই পায় না। রংপুর যেহেতু আমাকে সুযোগ দিয়েছে। রংপুরের প্রতি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ।’
দেশের বড় ক্রিকেটার হওয়ার পরেও এতদিন দর্শক হয়ে বিপিএল দেখতে হয়েছে মুমিনুলকে। খারাপ লাগা কাজ করেছে কি না এমন প্রশ্নে মুমিনুল বললেন, ‘না খারাপ লাগেনি, খেলা দেখলাম পুরো বিপিএল খেলা দেখেছি অনুশীলন করলাম। আপনি যেভাবে বলছেন ওরকম খারাপ লাগেনি।
সত্যি বলতে একটু খারাপ লাগে স্বাভাবিক। খুব বেশি একটা খারাপ লাগে তা না। খারাপ লাগার তো বিভিন্ন ধরণ থাকে। ওই ধরণটা একটু আলাদা ছিল। কারোর একটু খারাপ লাগে কারোর বেশি। না লাগার মতো যতটুকু ওতটুকুই খারাপ লেগেছিল। এমন খারাপ লাগছিল না যে হতাশ হয়ে যাব। সবাই যেহেতু খেলতেছে আমারও একটু খেলতে ইচ্ছা হচ্ছিল এরকম।’