32.3 C
Dhaka
Tuesday, June 25, 2024

বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় লিচুর বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সালমান রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মা সাজেদা খাতুন।

আরো পড়ুন  জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মা সাজেদা খাতুন বলেন, ‘দুপুরের দিকে রনি ও জীবন নামের দুই বন্ধু মিলে বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে আসে উদ্ভট আচরণ করতে থাকে। এ সময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরো পড়ুন  অস্ত্রের মুখে নামাজ পড়া অবস্থায় তুলে নিলো কিশোরীকে, অতঃপর...

শিশু রনির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুন ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার মুখে বা গলায় লিচুর বিচি আটকে আছে কি না, এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।

সর্বশেষ সংবাদ