30 C
Dhaka
Friday, June 28, 2024

এবারের হজেই পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি আরব

সৌদি আরবের পরিবহন ও রসদ সরবরাহ মন্ত্রী সালেহ আল-জাসার জানিয়েছেন এই বছরের হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন পরীক্ষামূলক ব্যবহার করবে দেশটি। শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনগুলো তৈরির জন্য বিভিন্ন পরিবহন সংস্থাগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। দিন দিন এই ক্ষেত্রটি জনপ্রিয় হয়ে উঠছে।

আরো পড়ুন  যে দুজন ‘কিংমেকারে’র ওপর ভারতে বিরোধীদের নজর থাকবে

সৌদি আরবের পরিবহন ও সরবরাহ মন্ত্রণালয়ের জন্য এই নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হওয়া থেকে শুরু করে এগুলোর ব্যবহার করার সবচেয়ে ভালো উপায়টি খুঁজে দেখা গুরুত্বপূর্ণ বলে জানান আল-জাসার। হজ মৌসুমে এর সর্বাধিক সুবিধা পাওয়া সম্ভব হলে সবচেয়ে উপকৃত হবেন তীর্থযাত্রীরা।

এবারের হজেই পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি আরব

সর্বশেষ সংবাদ