28 C
Dhaka
Monday, July 1, 2024

দেশে ভূমিকম্প অনুভূত

রাঙামাটিতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারে। রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

তিনি জানান, মিয়ানমারে ভূমিকম্প আঘাত করেছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪২ কিলোমিটার দূরে।

আরো পড়ুন  প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসি নাই, ভুল হতেই পারে: তনি

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মিয়ানমারের সাগাইং, মনিওয়া থেকে ৯৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।

এর আগে গেল ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।

সর্বশেষ সংবাদ