18 C
Dhaka
Tuesday, December 10, 2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।বৃহস্পতিবার (১৬ মে) রাত সোয়া নয়টার দিকে জুনায়েদ নামের ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় বেড়াতে গিয়ে জুনায়েদ নিখোঁজ হয়। নিখোঁজ ওই ছাত্র নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। কয়েক বন্ধু মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিল সে।

আরো পড়ুন  রেলওয়ে পয়েন্টসম্যান পদে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

জানা যায়, দুপুর পৌনে বারোটার দিকে ঝর্ণায় গোসল করতে নামে জোনায়েদ ও তার বন্ধুরা। একপর্যায়ে তারা খেয়াল করে দেখে জুনায়েদ তাদের পাশে নেই। পরে বিকেলে জুনায়েদের বন্ধুরা ও পরিবারের লোকজন ক্যাম্পাসে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে।

খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯ টার দিকে ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরো পড়ুন  ‘১৫ বছরে কথিত বুদ্ধিজীবীরা আত্মা বিক্রি করে দাসত্বকে মেনে নিয়েছে’
সর্বশেষ সংবাদ