ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের রাফা এলাকায় একটি সুড়ঙ্গে অভিযান পরিচালনাকালে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও চার সেনা। শনিবার (১৮ মে) হতাহতের এ ঘটনা ঘটে বলে রোববার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুই সেনা হলেন, স্টাফ সার্জেন্ট ন্যাচম্যান মেইর হাইম ভাকনিন (২০) ও স্টাফ সার্জেন্ট নোয়াম বিটান (২০)।
বলা হয়েছে, সুড়ঙ্গে অভিযানের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দুজন মারা যায়। এঘটনায় ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য ও এক কর্মকর্তা গুরুতর আহত হন। এছাড়া ইসরায়েলের একটি বুলডোজারে রকেট হামলায় আরও এক সেনা সদস্য আহত হয়েছেন।