29 C
Dhaka
Monday, September 9, 2024

প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

একদল ছড়া কাটছে। সামনে দাঁড়িয়ে আরেক দল তার জবাব দিচ্ছে। একই সঙ্গে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে ছড়ার কথাগুলো বুঝানোর চেষ্টা করছে দুই দলই! চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ভিডিওটি শিক্ষকদের একটি প্রশিক্ষণের। ইংরেজির ওপর বিষয়ভিত্তিক এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা রিসোর্স সেন্টার।

বুধবার (২২ মে) আয়োজিত এই কর্মশালার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এই ধরনের প্রশিক্ষণকে ‌‘হাস্যকর’ বলে মনে করছেন, আবার কেউ কেউ এটাকে সময়োপযোগী এবং শিক্ষার্থীদের জন্য উপকারী বলে মনে করছেন।

আরো পড়ুন  শাহবাগ থানার ডাম্পিং ইয়ার্ডে আগুন

ভিডিওর মন্তব্যের ঘরে শেখ মিলি নামে আরেকজন লিখেছেন, ‘আর পারছি না! এই সব কী অভিনয় শুরু হয়েছে? মনে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান শুটিংয়ের জায়গা।’

মার্জিয়া বেগম নামে একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘এই ট্রেনিং কে করল, কোথায় করল? আমার ১২ বছর শিক্ষকতায় আমি করিনি! এ পর্যন্ত প্রাথমিকের কোনও ট্রেনিং নিয়ে কেউ হাসাহাসি করার সুযোগ পাইনি। কারণ, ফাউ ট্রেনিং প্রাথমিকে হয় না। অনেক গবেষণা করে ফলপ্রসূ ট্রেনিং প্রাথমিক বিদ্যালয়ে এ যাবৎ হয়ে এসেছে। সুষ্ঠু তদন্ত হোক; এসব ভিডিওর সত্যতা যাচাই করে দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনতে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।’

আরো পড়ুন  রাসেলস ভাইপার মেরে হাসপাতালে ভর্তি হলেন কৃষক!

এ কে সাইফুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘হাস্যকর হবে কেন? বাচ্চাদের পড়াতে হলে, বাচ্চাদের আচরণ জানতে হবে!’

আওলাদ হুসেইন লিখেছেন, ‘বাচ্চারা এভাবে শিখতেই পছন্দ করে। আপনারা টিচার চিন্তা না করে উনাদেরকে শিশু চিন্তা করেন। কারণ, এরা ট্রেনিং নিয়ে শিশুদেরই শিক্ষা দিবেন।’

সর্বশেষ সংবাদ