20 C
Dhaka
Saturday, January 18, 2025

ঘণ্টায় ১২০ কিমি বেগে বাংলাদেশে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘রেমাল’?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)।

রোববার (২৬ মে) সন্ধ্যায় ‘রেমাল’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।

ভারতের আবহাওয়া দফতর বৃহস্পতিবার (২৩ মে) সবশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন  ভারতে ৭০ বছর বয়সীদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেবে সরকার

আইএমডি বলছে,
বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব ও তার আশপাশের পশ্চিম-মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে সরে গেছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করছে। ২৫ মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ভারতের আবহাওয়া দফতর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও, আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে, রেমাল ভারতের ওড়িশা অথবা বাংলাদেশের উপকূলের দিকে যেতে পারে।

আরো পড়ুন  এবার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরাইলের

অপরদিকে আইএমডি, এনসিইউএম এবং আইএমডি এমএমই বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে। এটি আঘাত হানা শুরু করতে পারে ২৬ মে রোববার বিকেল সাড়ে ৫টা থেকে ২৭ মে রাত আড়াইটার মধ্যে।

সর্বশেষ সংবাদ