27 C
Dhaka
Wednesday, July 3, 2024

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে ৩শ’ মানুষ চাপা পড়ার আশঙ্কা

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের পোরগেরা-পাইলা জেলার প্রত্যন্ত মুলিতাকার ছয়টি গ্রামে স্থানীয় সময় গতকাল ভোরে ভূমিধসের ঘটনা ঘটে। ভয়াবহ ভূমিধসে তিন শতাধিক মানুষ চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৫ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে প্রায় ১ হাজার ১শ’ ৮২টি বাড়ি মাটির নীচে চাঁপা পড়ে আছে। অস্ট্রেলিয়ার মানবিক সংস্থা কেয়ার জানিয়েছে, চিকিত্সক ও সামরিক কর্মীদের নিয়ে গঠিত একটি দল বিচ্ছিন্ন ভূমিধসের জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন  যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে ২ ভারতীয় নিহত

ভূমিধসের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসব উপদ্রুত এলাকায় এখন উদ্ধারকাজ চালানো ও ত্রাণসহায়তা দেওয়ার একমাত্র উপায় হেলিকপ্টার।

সর্বশেষ সংবাদ