29 C
Dhaka
Thursday, June 20, 2024

কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে হাজির কৃষক

রাজশাহীতে রাসেল ভাইপার সাপের দংশনের পর রোগী নিজেই হেঁটে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সাপের আক্রমণে আহত ওই ব্যক্তির নাম হেফজুল আলী। তার বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে।

শুক্রবার (৩১ মে) সকাল দশটার দিকে তিনি একটি বড় রাসেল ভাইবার সাপসহ হাসপাতালে চলে আসেন। নিজেই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন হাসপাতালটির ১৬নং ওয়ার্ডে।

আরো পড়ুন  ঠাকুরগাঁওয়ে ইটভাটার মাটির স্তুপে স্বর্ণ! দিনরাত চলছে খনন

আহত হেফজুল জানান, সকাল সাড়ে ৮টায় ধানক্ষেতে কাজের জন্য গেলে একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় আতঙ্কিত না হয়ে তিনি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। সাপসহ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গেলে তাকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তিনি সেখানে ভর্তি হন।

চিকিৎসকরা জানান, হেফজুলের অবস্থা বর্তমানে ভালো আছে। অনেকেই সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঁঝার কাছে যান, তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন। এটি সঠিক সিদ্ধান্ত।

আরো পড়ুন  কেশবপুর হাসপাতাল এক বছর পানি নেই হাসপাতালে, একমাত্র অ্যাম্বুলেন্সেরও নেই চালক

এ সপ্তাহের শুরুতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের এক রোগী সর্প দংশনে মারা গেছেন।

সর্বশেষ সংবাদ