23 C
Dhaka
Saturday, January 18, 2025

স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকা থেকে আরিফুল ইসলাম (৩২) নামে এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মে) দিবাগত রাত ১২টার দিকে তার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফুল ইসলাম ডিঙ্গেদহ ১৪ আনসার ব্যাটালিয়নের সদর দফতরে সিপাহী পদে কর্মরত ছিলেন। স্ত্রীর সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরিফুল ইসলাম দিনাজপুর জেলার সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

আরো পড়ুন  স্ত্রীর ওপর অভিমানে দুবাই প্রবাসীর আত্মহত্যা

শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন জানান, আরিফুল ইসলাম তার পরিবার নিয়ে ওই এলাকাতেই ভাড়া বাসায় থাকতেন। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। তার স্ত্রী বাবার বাড়ি গিয়ে আর আসেনি। স্ত্রীকে ভিডিও কল দিয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ পরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

আরো পড়ুন  ২৬ সেপ্টেম্বর কী হবে?

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ