29 C
Dhaka
Thursday, November 21, 2024

এবার যে দেশে যাচ্ছে ডিবির ৩ সদস্যের দল

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত করতে এবার নেপালে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

শনিবার ( ১ জুন) সকালের ফ্লাইটে নেপাল যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ডিবির এক কর্মকর্তা ।

তিনি বলন, এমপি আনার হত্যা মামলা তদন্তে কাজে শনিবার (১ জুন) সকালের একটি ফ্লাইটে ডিবির তিন সদস্য একটি দল নেপালে যাচ্ছে। দলটির নেতৃত্বে রয়েছে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে এমপি আনোয়ারুল আজীমের হত্যার স্থল ভারতের পশ্চিমবঙ্গ পরিদর্শন শেষে দেশে ফিরে ডিবির ৩ সদস্যের এই দলটি।

ভারতের ডিবি সূত্রে জানা যায়, আনার হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া আরেক অভিযুক্ত সিয়াম বর্তমানে নেপালের কাঠমান্ডুতে রয়েছে। এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে নেপাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

আরো পড়ুন  গণহত্যায় উসকানিদাতা হিসেবে যে ৩২ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

উল্লেখ্য, গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। সেদিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। পরের দিন, ১৩ মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর ১টা ৪১ মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি। পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি।

চলে যাওয়ার পর সন্ধ্যায় আজিম তার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন।

আরো পড়ুন  এবার আ.লীগ নেতা বাবুর দায় স্বীকার

গত ১৫ মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন। তাকে ফোন করার দরকার নেই। একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রউফের কাছেও।

১৭ মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন। ওই সময় তারা গোপালকে জানান, তার (আনার) সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। পরিবারের পক্ষ থেকে ওই দিন ঢাকায় থানায় অভিযোগ করা হয়। এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি।

আরো পড়ুন  কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কালোবাজারি সিন্ডকেটের হাতে, আদালত তদন্তের নির্দেশ দিলো র‍্যাব কে

২০ মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তারা জানতে পারে, কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউমার্কেট এলাকায়। এরপর ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে। পরে বুধবার (২২ মে) ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্লাটে এমপি আনারকে খুন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ