27 C
Dhaka
Friday, July 5, 2024

যে কারণে কলকাতায় যেতে পারছেন না আনারকন্যা

নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের দেহাংশ শনাক্ত করতে ভিসা জটিলতার জন্য ভারতের কলকাতায় যেতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

শুক্রবার (৩১ মে) দুপুর ২টার দিকে সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন এ তথ্য জানান।

তিনি বলেন, আমার চাচা আবেদ আলীর ভিসা প্রস্তুত থাকলেও আমার ভিসা হাতে না পাওয়ায় কলকাতায় যেতে পারছি না। আগামী রোববার ভিসার জন্য আমি ভারতীয় হাইকমিশনে যাব। যদি ভিসা না পাই তাহলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব। আমার এখন একটাই চাওয়া দ্রুত পরীক্ষা-নীরিক্ষা করে আমার বাবার মরদেহের খণ্ডিতাংশ দেশে নিয়ে আসা হোক।

আরো পড়ুন  ৪ মে সপরিবারে যে দেশে গেছেন বেনজীর আহমেদ

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম।

এমপি আনার হত্যা ইস্যুতে যা জানাল ভারত
গত ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।

আরো পড়ুন  ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’: র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ
সর্বশেষ সংবাদ