26 C
Dhaka
Sunday, October 20, 2024

লাইনচ্যুত বগি ফেলেই গন্তব্যে গেল ট্রেন

ময়মনসিংহের ত্রিশালে ফাতেমানগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর লাইনচ্যুত বগি রেখে গন্তব্যের দিকে রওনা হয় ট্রেনটি।

শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ফাতেমা নগর রেলস্টেশনে এলাকায় এ ঘটনা ঘটে। বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্টেশনমাস্টার আলমগীর হোসেন।

আরো পড়ুন  জাতিসংঘ বাহিনী থেকে বাংলাদেশকে বাদ দিতে যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্র

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি পেছনের দিকে থেকে তিন নম্বর কোচের দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পেছনের তিনটি কোচ রেখে সামনের ১৪ কোচ নিয়ে পৌনে ১১টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহের দিকে রওনা হয়েছে।

আলমগীর হোসেন বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ১টি বগি স্টেশনের দুই নম্বর লাইনে লাইনচ্যুত হয়। এক নম্বর লাইন দিয়ে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল সচল রাখা হয়েছে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে রিলিফ ট্রেন ফাতেমা নগর স্টেশনের উদ্দেশে রওনা হয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহে পৌঁছালে অগ্নিবিনা ঢাকার উদ্দেশে রওনা হবে।

আরো পড়ুন  আন্দোলনের পক্ষে শিক্ষকদের দেওয়া পোস্টের স্ক্রিনশট উপাচার্যের গোপন কক্ষে

সর্বশেষ সংবাদ