25 C
Dhaka
Tuesday, November 12, 2024

অভিমান করে স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতালে নিয়ে এলেন স্ত্রী!

ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কাটার পর স্বামীকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করলো স্ত্রী। রোববার (৯ জুন) দুপুরে যশোর আরবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতের নাম মঈনুল হক রসি (৩২)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশার জহির শেখের ছেলে। রসি স্বপরিবারে আরবপুর এলাকার মুকুটের বাড়ি ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রসি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে স্ত্রী আখির সাথে তার গোলযোগ হয়। এরপর থেকে তাদের মধ্যে মান অভিমান চলছিলো। রোববার দুপুর ১২ টার দিকে ফের তাদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এ সময় আখি ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করে। এতে তার পুরুষাঙ্গের ওপরের দিকে কেটে যায়। রক্তাক্ত অবস্থায় স্ত্রী তাকে হাসপাতালে আনে।

আরো পড়ুন  জীবনে কোনোদিন অসদুপায় অবলম্বন করিনি

সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক শিশির বিন লতিফ জানিয়েছেন, আহত রসির পুরুষাঙ্গের অনেকটা ক্ষত হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

সর্বশেষ সংবাদ