24 C
Dhaka
Friday, October 25, 2024

শক্তিশালী ভূমিকম্পের আঘাত; নিহত ৪, আহত ১২০

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জন নিহত এবং ১২০ আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরাবিয়া

কাশমারের গভর্নর বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আরো পড়ুন  ২৪ ঘণ্টায় গাজা-লেবাননে ১৭৫ হামলা ইসরায়েলের

১৯৯০ সালে ইরানে ৭ দশমিক ৪ মাত্রার সবচেয়ে প্রাণঘাতী এক ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত এবং ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরও পাঁচ লাখ মানুষ।

এছাড়া ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন নগরী বাম প্রায় মাটির সাথে মিশে যায়। এতে এই শহরে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

আরো পড়ুন  সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, সাতদিনে গ্রেপ্তার ১৩ হাজার প্রবাসী
সর্বশেষ সংবাদ