25 C
Dhaka
Friday, November 22, 2024

‘বন্ধু’ পুতিনের কাছ থেকে কী উপহার পেলেন কিম?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা কারও অজানা নয়। প্রায় দুই যুগ পর উত্তর কোরিয়া সফরে গেছেন পুতিন। কিমের সঙ্গে বুধবার (১৯ জুন) দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। এবারের সফরে কিমের জন্য বিভিন্ন উপহারও নিয়ে গেছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের সহযোগী ইউরি উশাকোভ জানান, কিম জং উনকে রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন পুতিন। তবে অরাসের কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তিনি, তা জানা যায়নি।

আরো পড়ুন  ইসরাইলে অস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: অস্টিন

এছাড়াও কিম জং উনকে সেনাবাহিনীর একটি ছোরা (অ্যাডমিরাল ড্যাগার) ও একটি টি–সেট উপহার দিয়েছেন পুতিন।

গত ফেব্রুয়ারিতেও উত্তর কোরিয়ার নেতাকে একটি দামি লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন।

এদিকে, পুতিনের সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি সই হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দেশ দুটির মধ্যে ১৯৬১, ২০০০ এবং ২০০১ সালে যেসব চুক্তি হয়েছে— নতুন চুক্তিটি সেগুলোর স্থলাভিষিক্ত হবে।

আরো পড়ুন  গাজায় যুদ্ধ কতদিন চলবে, জানালো ইসরাইল

পুতিন জানিয়েছেন, তাদের মধ্যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা ছাড়াও রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এবং নিরাপত্তা চুক্তি হয়েছে। এই চুক্তিকে একটি ‘ব্রেক থ্রু’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। অপরদিকে কিম জং উন এটিকে ‘সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।

প্রতিবেদন মতে, উত্তর কোরিয়া থেকে ভিয়েতনাম সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

সর্বশেষ সংবাদ