16 C
Dhaka
Sunday, January 12, 2025

নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এক দম্পতি। এমন সময় তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে যান স্বামী। বৃহস্পতিবার (২০ জুন) সকালে শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসাথে গোসলে নামলে তীব্র স্রোতে ডুবে যান স্বামী জহিরুল ইসলাম (৩৫)। নিখোঁজ জহির চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী মাদরাসা রোড এলাকার মৃত মনসুর বেপারীর ছেলে।

আরো পড়ুন  ডাক্তারের গলায় প্রেসের আইডি, মনিটর দেখে বলে দেন রোগীর সমস্যা

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, আমরা খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তার মরদেহ উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে মরদেহ উদ্ধার করা যাচ্ছে না।

চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, তারা স্বামী-স্ত্রী আজ সকাল সাড়ে ৯টায় এক সাথে নদীতে গোসল করতে নামে। জহির পানিতে ডুব দিয়ে আর ওঠেনি। স্ত্রী জহিরকে না পেয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল জহিরকে উদ্ধারের চেষ্টা করছে।

আরো পড়ুন  হাজতখানার গারদে আসামির রোমহর্ষক কাণ্ড ধরা পড়ল সিসিটিভির ফুটেজে
সর্বশেষ সংবাদ