28 C
Dhaka
Tuesday, October 15, 2024

১০১ বছর বয়সে পরপারে পেলের মা, জানতেন না ছেলের মৃত্যুর খবর

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মা সেলেস্তে আরানতেস মারা গেছেন। ১৮ মাস আগে তার ছেলে মারা গেলেও সে খবর জানতেন না তিনি।

এক বিবৃতিতে পেলের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।

গত পাঁচ বছর অচেতন অবস্থায় সময় পার করছিলেন সেলেস্তে আরানতেস। যার কারণে ২০২২ সালে পেলে মারা গেলেও তাকে জানানো হয়নি। আরানতেস আটদিন ধরে হাসপাতালে ছিলেন। সেখানে শুক্রবার তার মৃত্যু হয়। এর বাইরে তার মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরো পড়ুন  ব্যালন ডি'অরে নতুন চমক: বিজয়ীর নাম জানতে হবে অনুষ্ঠানেই

১৬ বছর বয়সে পেলের বাবা হুয়াও রামোস ডো নাসিমেন্টোকে বিয়ে করেন আরানতেস। ১৯৪০ সালের ২৩ অক্টোবর আরানতেস মাত্র ১৭ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। যিনি পরবর্তীতে ফুটবল কিংবদন্তি হয়ে উঠেন। ব্রাজিলের হয়ে জেতেন তিনটি ফিফা বিশ্বকাপ। আরানতেসের আরও একটি ছেলে ছিল জোকা। তিনিও ফুটবলার ছিলেন। ২০২০ সালে ক্যান্সারে যিনি মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন  বাংলাদেশিদের প্রতি সিকান্দার রাজা ‘আমি তোমাদের ভালোবাসি’
সর্বশেষ সংবাদ