30 C
Dhaka
Friday, July 19, 2024

বিয়ের জন্য সাঁজতে পার্লারে গিয়ে সাবেক প্রেমিকের গুলিতে প্রাণ গেল তরুণীর

বিয়ের সাঁজে সাঁজতে বিউটি পার্লারে গিয়েছিলেন ২২ বছর বয়সী এক তরুণী। কিন্তু পার্লারে গিয়ে সাবেক প্রেমিকের গুলিতে প্রাণটাই হারায় সে। ভারতের উত্তর প্রদেশের জানশিতে রোববার (২৩ জুন) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

কাজল নামের ওই তরুণীকে মধ্যপ্রদেশের দাতিয়া থেকে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাবেক প্রেমিকা দীপক কাজলকে গুলি করার সময় রুমাল দিয়ে মুখ বেঁধে রাখে। ওই রুমালে লেখা ছিল কাজল তুমি আমাকে ধোকা দিয়েছ। সিসিটিভির ফুটেজে দেখা যায়, কাজলকে গুলি করার পরই পার্লার থেকে পালিয়ে যায় সে।

আরো পড়ুন  লাইভে সংবাদ পাঠের সময় মাছি গিলে ফেললেন উপস্থাপিকা, অতঃপর...

কাজলের বোন নেহা জানায়, তার বোন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দীপক তার সঙ্গে যাওয়ার কথা বলে। কিন্তু বোন তাতে স্বীকৃতি জানায়। এক পর্যায়ে সে দরজা ভেঙে তাকে গুলি করে।

নেহা আরও জানায়, দীপক তাদের একই গ্রামের ছেলে। ওইদিন তার বোনের বিবাহ অনুষ্ঠান ছিল। এজন্য বিউটি পার্লারে গিয়েছিল সাঁজার জন্য। তার সঙ্গে মুখে রুমাল বেঁধে দীপকও সেখানে যায়। এক পর্যায়ে সে কাজলকে বাইরে আসার জন্য বলতে থাকে এবং কেন প্রতারণা করলো তা জানতে চায়।

আরো পড়ুন  ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ ইস্যুতে জাতিসংঘে আবারও ভোট

কাজলকে গুলি করার পরই দীপক পালিয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে।

সর্বশেষ সংবাদ