28 C
Dhaka
Monday, July 1, 2024

শান্তকে শুভেচ্ছা জানানো ছাত্রলীগের পোস্টার ভাইরাল

জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন স্থানে প্যানা পোস্টার দিয়েছিল রাজশাহী মহানগর ছাত্রলীগ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই প্যানা ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল প্যানা পোস্টারে লেখা রয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ওয়ান ডে ও টি-২০ (তিন ফরম্যাট) এ রাজশাহীর কৃতি সন্তান নাজমুল হোসেন শান্ত অধিনায়ক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আরো পড়ুন  দেশে টিকটকের বর্ষসেরা ক্রিয়েটর আয়মান-মুনজেরিন

পোস্টারে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ছবিটি বড় করে দেওয়া হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ, জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের ছবি রয়েছে।

আরো পড়ুন  টিকটকার মামুনের পক্ষ নিলেন তসলিমা নাসরিন

এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি রাজশাহীর সন্তান নাজমুল হোসেন শান্ত জাতীয় ক্রিকেট দলের তিন ফরমেটে অধিনায়ক হওয়ার কৃতত্ব অর্জন করেন। এতে আমরা খুশি হয়ে আমাদের জায়গা থেকে শুভেচ্ছা জানিয়েছি। তখন মহানগর ছাত্রলীগের সিদ্ধান্ত অনুয়ায়ী আমরা নগরীর অন্তত ১০টি স্থানে শান্তর শুভেচ্ছা সংক্রান্ত প্যানা পোস্টার সাঁটায়। আমরা তাকে উৎসাহ দেব, শুভেচ্ছা জানাব এটাতো স্বাভাবিক।’

আরো পড়ুন  ১৯৯৬ সালের ক্যালেন্ডারেই চলবে ২০২৪ সাল!

নেটিজেনদের নেতিবাচক প্রচারণা নিয়ে নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘নোংরা মস্তিষ্কের মানুষজন যদি, এটা নিয়ে নোংরা ভাবে নোংরামি ও প্রচার করলে আমাদের কিছু বলার নেই, কিছু করার নেই।’

সর্বশেষ সংবাদ