28 C
Dhaka
Tuesday, October 15, 2024

ভারতে ৭০ বছর বয়সীদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেবে সরকার

প্রত্যেক ভারতীয় নাগরিক যাদের বয়স ৭০ বছরের বেশি তাদেরকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বৃহস্পতিবার ( ২৭ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বৃহস্পতিবার ( ২৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়, পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মুর্মু আরও বলেন, দেশে ২৫০০০টি জন ঔষুধী কেন্দ্র খোলার কাজও দ্রুত গতিতে চলছে।

আরো পড়ুন  বাংলাদেশে অস্থিরতার সুযোগে লাভবান হবে ভারতের পোশাক শিল্প?

আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের ( এবি- পিএমকেএওয়াই) এর অধীনে ৫৫ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

এবি- পিএমকেএওয়াই বিশ্বের সবচেয়ে বড় পাবলিক অর্থায়িত স্বাস্থ্য বীমা প্রকল্পটির অধীনে দরিদ্র পরিবারগুলো ৫ লাখ পর্যন্ত রুপি বিনামূল্যে চিকিৎসার জন্য দেয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ