24 C
Dhaka
Thursday, November 21, 2024

কোটা আন্দোলনকারীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসারের ওপর ছাত্রলীগ কর্তৃক মারধরের ঘটনার প্রতি নিন্দা জানিয়ে পদত্যাগ করেছেন ছাত্রলীগ নেত্রী নুসরাত জাহান সৌরভী। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে নয়টায় নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট পদত্যাগের বিষয়টি নুসরাত জাহান সৌরভী নিশ্চিত করেন। ফেসবুকে করা পোস্টে তিনি উল্লেখ করেন, “নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।”

আরো পড়ুন  শাহজালাল বিমানবন্দরে সব ধরণের কার্যক্রম বন্ধ, যা জানা গেলো

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভী বলেন, “আপনিও মানুষ আমিও মানুষ, আপনি জানেন দেশে কি হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।”

এর আগে রাত আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসার শহর থেকে ক্যাম্পাসে আসলে, হলে যাওয়ার পথে ছাত্রলীগের আটজন কর্মী তাকে ডেকে নিয়ে ফোন চেক করে কাউসারকে মারধর করেন। এ ঘটনার পরেই পদত্যাগ করেন নুসরাত।

আরো পড়ুন  ঢাবিতে সংঘর্ষে কোটা আন্দোলনকারী শতাধিক শিক্ষার্থী আহত
সর্বশেষ সংবাদ