28 C
Dhaka
Sunday, September 8, 2024

ছাত্রলীগ সভাপতির প্রতিনিধি পরিচয় দিয়ে ঢাবির সহকারী প্রক্টরের ফোন ছিনতাই

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্রতিনিধি পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. লিটন কুমার সাহার মোবাইল ফোন ছিনতাই করেছে এক ব্যক্তি। পরে ঘণ্টাখানেক পরে ফোন উদ্ধার করে পুলিশি হেফাজতে দেয়া হয়। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোবাইলন ছিনতাইকারী একটি মাইক্রো নিয়ে রোকেয়া হল গেটে দাঁড়িয়ে ছিল। জিজ্ঞাসবাদ করলে তাকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম পাঠিয়েছে বলে পরিচয় দেন। সহকারী অধ্যাপক ড. লিটন তাকে পরিচয় জিজ্ঞেস করলে একই পরিচয় দেয়। পরে চলে যাওয়ার জন্য মাইক্রোতে ওঠেন। তখন ড. লিটন ওই ব্যক্তির ছবি তুলতে চাইলে ছিনতাইকারী মোবাইলটান দিয়ে মাইক্রো নিয়ে চলে যায়।

আরো পড়ুন  কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

এ বিষয়ে অধ্যাপক লিটন কুমার সাহা বলেন, ফোনটি উদ্ধার করা হয়েছে এবং ওই ব্যক্তিকে শাহবাগ থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ