27 C
Dhaka
Friday, July 5, 2024

আইসক্রিমে পাওয়া গেল বিষাক্ত কেমিক্যাল, অতঃপর…

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ও বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিষাক্ত কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করে দামি মোড়কে বাজারজাত করা হতো। এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোল্ডেন আইসক্রিম ও বিসমিল্লাহ আইজবার ফ্যাক্টরিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। এ সময় ফ্যাক্টরি দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আরো পড়ুন  মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে ২ হাজার টাকা খরচ করলেই কমে ভোগান্তি

শনিবার (১১ মে) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, গোল্ডেন আইসক্রিম ও বিসমিল্লাহ আইজবার ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরির ক্ষেত্রে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ ও দামি মোড়কে এ আইসক্রিমগুলোকে বাজারজাত করা হয়। যা মানব দেহের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

আরো পড়ুন  প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, অজ্ঞাত ‘মামা’ পলাতক

তিনি আরও বলেন, আইসক্রিম তৈরিতে ক্ষতিকর রংও ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে ফ্যাক্টরি দুটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অনেকটি আইসক্রিম বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এসআই কাইমুলের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সর্বশেষ সংবাদ