27 C
Dhaka
Friday, July 5, 2024

হজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা,তারপর…

কিশোরগঞ্জের হোসেনপুরে হজ শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চার হাজিসহ ছয়জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুন) সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে চার হাজিকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় নারায়নডহর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চার হাজিসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। গুরুতর অবস্থায় একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।

আরো পড়ুন  চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে

আহত হাজি মো. কাসেম মিয়া জানান, তাদের চারজনের বাড়িই কিশোরগঞ্জ উপজেলায়। এ জন্য তারা এক মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথে মাইক্রোবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। তবে দুজন ছাড়া অন্যরা তেমন আহত হননি।

আড়াইবাড়ীয়া ইউনিয়নের স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ