26 C
Dhaka
Wednesday, January 15, 2025

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।

মঙ্গলবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনিই চাঁদ দেখা কমিটির সভাপতি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। ফলে বুধবার ৩০ রোজা পূর্ণ হবে। শাওয়াল মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

আরো পড়ুন  উপদেষ্টা নাহিদ-আসিফের ‘ছাত্রশক্তি’র কার্যক্রম স্থগিত

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে বুধবার।

ঈদুল ফিতরে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়ে গেছে বুধবার থেকে। ঈদের ছুটির পর শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

আরো পড়ুন  ওমরা যাত্রীদের বড় সুখবর দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। সেখানে একসঙ্গে ৩৫ হাজার মানু্ষের অংশগ্রহণে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে এবার। 

সর্বশেষ সংবাদ