26 C
Dhaka
Sunday, October 20, 2024

‘যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তারাই কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে’

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা সবসময় দুর্বৃত্তায়ন, অন্যায় ও মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকে তারাই কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন  বিদেশ যাওয়ার অনুমতি নিতে ৪০০ কোটি টাকা দিলেন ব্যবসায়ী

আদিলুর রহমান খান বলেন, প্রত্যেকটা ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে। কোনো বাধা থাকলে সেই বাধা আমরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোনো বাধা থাকবে না। তাদের নিজেদের ধর্ম নিজেরা পালন করবে। প্রত্যেক নাগরিকের অধিকার আছে, সেই অধিকার প্রতিপালিত হতে হবে এবং সেখানে কোনো বাধা থাকতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান, কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র শংকর চ্যাটার্জি কাজল, কোষাধ্যক্ষ জহর লাল চৌধুরী, নিতাই কর, কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী তালুকদার গৌতম, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি পলাশ দাস প্রমুখ।

আরো পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ২০, নেপথ্যে যে কারণ

সর্বশেষ সংবাদ