বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রগুলোতে বসে এখনো যড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলতে হবে, তা না হলে তারাই কিন্তু আপনাদের ওপর ভর করে বসবে।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রূপনগর আরামবাগের ঈদগাহ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, যারা গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে ছাত্র ভাইদের হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে- সেই হত্যার রক্তের দাগ এখনো মুছে যায়নি। অথচ এই হত্যাকারীদের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় যন্ত্রে বসে আছে, বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের দ্রুত সময়ের ভিতর অপসারণ করে আইনের আওতায় এনে বিচার করা হোক। পাশাপাশি শেখ হাসিনাসহ যারা বিভিন্ন দেশে অসংখ্য লাশের ওপর দিয়ে পালিয়ে গেছে, তাদেরও দেশে এনে বিচার কার্যক্রম শুরু করা হোক।
তিনি বলেন, যারা লাশের ওপর দিয়ে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে, তাদের বিচার করা না হলে বাংলাদেশের মানুষ আপনাকে-আমাকে কখনো ক্ষমা করবে না।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করে- সরকার দ্রুততম সময়ে দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ মানুষগুলো তাদের বহুল প্রত্যাশিত ভোট দিবে, জনগণের ভোটে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ঠিক তখনই আমরা দেশে একটা নির্বাচিত জনগণের সরকার দেখতে পাব।
রূপনগর থানা ছাত্রদলের আয়োজনে থানার প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান রনির পরিচালনায় এবং রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক অলিউল হাসনাত তুহিন, খায়রুল আলম নয়ন, যুবদল পল্লবী থানা সভাপতি হাজি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা যুবদলের সভাপতি সোয়েব খান, সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাজীব, পল্লবী থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, পল্লবী থানা মহিলা দল সদস্য সচিব সৈয়দা দিলারা পলি প্রমুখ।