সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিতব্য আগামী ২৪ অক্টোবরের জাতীয় ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনের দাওয়াতি কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) এ লক্ষ্যে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মধুপুরের পীর হজরত আল্লামা আবদুল হামিদ ও সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর নেতৃত্বে একটি দাওয়াতি কাফেলা চট্টগ্রাম সফর করে।
এ সময় তারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে দাওয়াত প্রদান করেন। উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত প্রদান করেন।
সম্মেলনে প্রধান অতিথির দাওয়াত গ্রহণ করে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, আমাদের ঈমান ও আকিদা হেফাজতের দাবির ব্যাপারে এবং কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতার বিষয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন করতে হবে। তিনি এ সময় আক্বিদায়ে খতমে নুবুওয়তের উপর সম্মিলিতভাবে কাজের উদ্যোগ গ্রহণ করায় নেতাদের মোবারকবাদ জানান।
হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, সর্বাবস্থায় উলামায়ে কেরামের দেওবন্দী মাসলাক তথা নীতি-আদর্শের উপর দৃঢ় ও অবিচল থাকার পাশাপাশি পারস্পরিক ঐক্য বজায় রাখতে হবে।
এ সময় পরিষদের আহ্বায়ক মধুপুরের পীর হজরত আল্লামা আবদুল হামিদ ও সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর নেতৃত্বে সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন মাওলানা রশিদ আহমদ, মুফতি নূর হুসাইন নূরানী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফেরদাউস হাসান।