26 C
Dhaka
Tuesday, January 14, 2025

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেগাসিটি ঢাকার বাতাসের দূষণও। মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। তবে বৃষ্টিপাত কমতেই ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।

বুধবার (১৬ অক্টোবর) ৯টা ৩২ মিনিটের দিকে বায়দূষণে বিশ্বের ১২১টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে রয়েছে। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২২৯। বাতাসের এ মান ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

আরো পড়ুন  ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থান রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ২২৬; আবার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর যার স্কোর ২১১ এরপর রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ স্কোর ২১০। এ ছাড়া পঞ্চম অবস্থানে থাকা বাহরাইনের মানামা শহর রয়েছে, যার স্কোর ১৬৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

আরো পড়ুন  উত্তর ও দক্ষিণখানের রাস্তায় দুর্ভোগ চরমে, পথিমধ্যে সন্তান প্রসব

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

আরো পড়ুন  ‘শ্রমিক অসন্তোষের মূল কারণ বেতন-ভাতা ও বাইরের উসকানি’

সর্বশেষ সংবাদ