20 C
Dhaka
Saturday, January 18, 2025

‘স্বল্প সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে কালবেলা’

দেশের বহুল প্রচারিত কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরে খোদাই ভিটা মনোহরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কালবেলার উপজেলা প্রতিনিধি মো. হাছান বলেন, কালবেলা পত্রিকা আছে বলে মানুষ অতিদ্রুত দেশ-বিদেশের সকল খবর সবার আগে জানতে পারে। পত্রিকাটি স্বল্প সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। কালবেলা শুধু প্রিন্ট ভার্সনেই এগিয়ে নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনেও পাঠকপ্রিয়তা শীর্ষে রয়েছে। আপনারা সবাই কালবেলা সঙ্গে আছেন বলে দেশ ছাড়িয়ে বিদেশেও স্বল্প সময়ে কালবেলা মানুষের মনে জায়গা করে নিয়েছে।

আরো পড়ুন  প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার প্রধান শিক্ষক

কালবেলার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. হাছানের সভাপতিত্বে দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি মো. নাছির মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজালা রানি চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, মনোহরগঞ্জ সরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, বিশিষ্ট সমাজসেবক উপজেলা যুবদল নেতা মো কামরুজ্জামান, উপজেলা ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান।

আরো পড়ুন  ‘দেশে ইসলামের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’

এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির মানিক, বিশিষ্ট সমাজসেবক মো রফিকুজ্জামান হিরন, দিনকাল উপজেলা প্রতিনিধি আবদুল বাকী, মিলন, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি আবদুল গোফরান ভূইয়া, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সোহাগ, সমাজসেবক মো. শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মোশারফ হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ