28 C
Dhaka
Tuesday, November 5, 2024

একটি সাহসী পত্রিকার নাম কালবেলা

ঝালকাঠিতে নানা আয়োজনে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক কালবেলার নবযাত্রার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।

একটি সাহসী পত্রিকার নাম কালবেলা মন্তব্য করে অনুষ্ঠানে বক্তারা জানান, যে কোনো অনিয়ম, দুর্নীতি, যে কোনো ব্যক্তিই হোক না কেন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। খুব অল্প সময়ের মধ্যে পত্রিকাটি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তা সম্ভব হয়েছে দক্ষ ম্যানেজমেন্ট ও সংবাদকর্মীর কারণে। যে কোনো ঘটনা সবার আগে কালবেলা দেওয়ার চেষ্টা করে। কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করেন তারা।

আরো পড়ুন  রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

দৈনিক কালবেলার ঝালকাঠি জেলা প্রতিনিধি আরিফ সরদারের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান।

আলোচনাসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল-আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও দুলাল সাহা প্রমুখ।

আরো পড়ুন  তিস্তার সংস্কারের নামে কাটা হচ্ছে ৪ লাখ গাছ!

সর্বশেষ সংবাদ