24 C
Dhaka
Thursday, November 21, 2024

জিল্লুল হাকিম, নিজাম হাজারী ও হাবিবকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম এবং ছেলে আশিক মাহমুদ মিতুল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগম, এবং বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান হাবিব ও তার ছেলে মুহাম্মদ আসিফ ইকবালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

আরো পড়ুন  ‘রায়ের তোয়াক্কা না করে তত্ত্বাবধায়ক বাতিল করেন শেখ হাসিনা’

মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুলের নিষেধাজ্ঞার আবেদনকে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, রেলপথ মন্ত্রণালয় ও সচিবালয় থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান। নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের নিষেধাজ্ঞার আবেদনকে দুদকের উপপরিচালক মো. নূরুল হুদা বলেন, ঘুষ গ্রহ, কমিশন বানিজ্য ও চাঁদাবাজিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান। মো. হাবিবুর রহমান হাবিব ও তার ছেলে মুহাম্মদ আসিফ ইকবালকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে দুদকের উপসহকারী পরিচালক কে এম আসাদুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করে কমিশন নিয়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান।

আরো পড়ুন  পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দেশের বর্তমান বাস্তবতায় অভিযুক্তদের দেশ ত্যাগের আশঙ্কা থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতের করা একান্ত প্রয়োজন বলে জানায় দুদক। আবেদনটি আমলে নিয়ে এ আদেশ দেন আদালত।

সর্বশেষ সংবাদ