29 C
Dhaka
Friday, October 18, 2024

নতুন বাংলাদেশে সাহসী সাংবাদিকতার পথ দেখিয়ে যাচ্ছে কালবেলা

খাগড়াছড়িতে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে সাহসী সাংবাদিকতার পথ দেখিয়ে যাচ্ছে কালবেলা। এ পথ ধরেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে।’

আরো পড়ুন  মুক্তিযোদ্ধা কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন বিএনপি নেতার ছেলে

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি জসীম উদ্দিন জয়নাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার খাগড়াছড়ি প্রতিনিধি মুজিবুর রহমান ভূইয়া।

মাটিরাঙা প্রতিনিধি মো. আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক কালবেলার সাফল্য ও অগ্রগতি কামনা করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙা থানার ওসি মো. শরীফ, মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, নাগরিক নিরাপত্তা কমিটির আহ্বায়ক মো. নুরুল আলম ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন  ৫০ বছর ধরে রোজা রাখা সেই হতদরিদ্র বৃদ্ধ যাচ্ছেন হজে

স্বল্প সময়ে পাঠক প্রিয়তার শীর্ষে যাওয়া কালবেলা সবধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবিচল থাকবে এমন প্রত্যাশার কথাও জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিল শেষে মোনাজাত করে মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুনুর রশীদ।

আরো পড়ুন  কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন

অনুষ্ঠানে মাটিরাঙা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, দৈনিক কালবেলার রামগড় প্রতিনিধি করিম শাহ, দীঘিনালা প্রতিনিধি সোহেল রানা ছাড়াও রাজনৈতিক-ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ