30 C
Dhaka
Friday, October 18, 2024

নতুন মুখের ভিড়ে ত্যাগী কর্মীরা যেন হারিয়ে না যায় : নয়ন

গত ৫ আগস্টের পরে নতুন করে নতুন মুখের ভিড় তৈরি হয়েছে তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু এই হাজার হাজার নতুন মুখের ভিড়ে ত্যাগী নেতাকর্মীরা যেন হারিয়ে না যায় বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা যুবদলের এক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন  উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

তিনি বলেন, আপনারা গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের পাশে পেয়েছেন তাদের সঙ্গে নিয়ে আগামী দিনের পথ চলবেন।

নয়ন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে সম্পদ বিদেশে পাচার করেছে। আমরা চাই সেই লুণ্ঠিত সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। সকল অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় সোচ্চার আছে।

হাতীবান্ধা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান, সম্পাদক হাসান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিমসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আরো পড়ুন  আট শিক্ষকের মাদ্রাসায় দুই পরীক্ষার্থী, তারাও ফেল!

সর্বশেষ সংবাদ