29 C
Dhaka
Thursday, November 21, 2024

তিন দপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ 

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন (বিয়াম) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মালেককে বিয়াম মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন  যেসব জায়গায় লোডশেডিং দিতে বললেন প্রধানমন্ত্রী

অন্যদিকে ওএসডি অতিরিক্ত সচিব (পদোন্নতি জনিত) মো. ইউনুছ আলী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এদিকে এজহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে এ অনুমতি দেওয়া হয়।

আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে ফৌজদারি মামলায় গ্রেপ্তারের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো এবং একই সঙ্গে এ বিষয়ে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রেরণের জন্যও অনুরোধ করা হলো।

আরো পড়ুন  শপথ নিলেন পিএসসির চেয়ারম্যানসহ চার সদস্য

গ্রেপ্তারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ