22 C
Dhaka
Friday, November 22, 2024

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তারে না, যা বলছে যুক্তরাষ্ট্র

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি না করতে সম্প্রতি নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে নানা আলোচনা চলছে। এবার এই প্রসঙ্গটি উঠে এলো ওয়াশিংটনের নিয়মিত ব্রিফিংয়ে।

স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) নিয়মিতি ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাব দেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

আরো পড়ুন  ২৪ ঘণ্টার মধ্যেই বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু

এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেছেন, আমরা স্পষ্ট বলেছি, সহিংসতার জন্য কোনো অজুহাত নেই। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হোক কিংবা যারা বিক্ষোভ করেছে তাদের দ্বারা সংঘটিত হোক। সহিংসতার জন্য দায়ী সবাইকে জবাবদিহি করতে হবে।

দুর্গাপূজা ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বাংলাদেশ এবং অন্যত্র ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর নির্দিষ্ট ওই ঘটনার বিষয়ে আমি খোঁজ নেব এবং এরপর আপনার প্রশ্নের উত্তর দেব।

আরো পড়ুন  যথাযোগ্য মর্যাদায় রানীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কারো বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

ম্যাথিউ মিলার একজন আমেরিকান পাবলিক কর্মকর্তা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিলে নিয়োগ পান। এর আগে তিনি ওবামা প্রশাসনে এবং একাধিক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার জন্য কাজ করেছেন। বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে ধারণা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডিপাার্টমেন্ট।

আরো পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

সর্বশেষ সংবাদ