24 C
Dhaka
Tuesday, January 14, 2025

কক্সবাজারের সন্তান মাহমুদ দিদারের চলচ্চিত্র “বিউটি সার্কাস” আসছে ২৩ সেপ্টেম্বর

অপেক্ষার পালা শেষ, অবশেষে নির্ধারিত হল ‘বিউটি সার্কাস’ সিনেমাটি মুক্তির দিন। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সাগর তীরের ভূমিপুত্র মাহমুদ দিদার পরিচালিত ছবি বিউটি সার্কাস। সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫), ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নিবেদন করছে বসুন্ধরা গুঁড়া মশলা।

৩১ আগস্ট রাতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির হাতে চলচ্চিত্রটির পোস্টার তুলে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর প্রচারণা শুরু করেন নির্মাতা।

মাহমুদ দিদার বলেন, চলচ্চিত্রটি নির্মাণের দীর্ঘযাত্রায় তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুক্তির আগেই ‘বিউটি সার্কাস’ নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। চলচ্চিত্রটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। আশা করছি, সিনেমা হলে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক দারুণ এ চলচ্চিত্রটি দর্শক উপভোগ করবেন।

আরো পড়ুন  ‘পাপ মুক্ত’ সিনেমার রাসেল মিয়া গ্রেপ্তার, জানা গেল কারণ

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশত জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে সিনেমাটির চিত্রধারণের কাজ করেন নির্মাতা।

২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচবছর সময় লাগে নির্মাতার। করোনার কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটির মুক্তি। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এ চলচ্চিত্রটি।

আরো পড়ুন  তোপের মুখে কেন ভিডিও ডিলিট করলেন ধ্রুব রাঠি, জানালেন নিজেই

চলচ্চিত্রটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড়পর্দায় হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।সিনেমাটিতে জয়া আহসান সেজেছেন সার্কাসকন্যা ‘বিউটি’ চরিত্রে। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি, প্রমুখ।

‘বিউটি সার্কাস’-এ ব্যাবহৃত হয়েছে তিনটি গান। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।
চলচ্চিত্রটির পরিচালক মাহমুদ দিদার,বঙ্গোপসাগরের বক্ষলগ্নে তার জন্ম। কক্সবাজারের পেকুয়ায় জন্মগ্রহন করেন দিদার।তার বাবা বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ। ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক মাহমুদ দিদার।

আরো পড়ুন  শিক্ষার্থীদের পক্ষে তাহসানের পোস্ট, নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া

[sc name=”eb” ][/sc]

সর্বশেষ সংবাদ