29 C
Dhaka
Thursday, November 21, 2024

চাঁদ রায়ের মৃত্যুতে এইচআরএফবির শোক প্রকাশ

বিশিষ্ট সমাজসেবক ও পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের বড় ভাই চাঁদ রায়ের মৃত্যুতে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) শোক প্রকাশ এবং শ্রদ্ধা জানিয়েছে।

সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে শোক ও শ্রদ্ধা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ সহযোদ্ধা চাঁদ রায়ের প্রয়াণে মর্মাহত ফোরাম তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

আরো পড়ুন  হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আসিফ নজরুল

উল্লেখ্য, ১৯৫২ সালের ৯ আগস্ট তিনি চাকমা রাজপরিবারে জন্মগ্রহণ করেন। চাঁদ রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এরপর তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ শুরু করেন। একই সঙ্গে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সচেতন নাগরিক কমিটির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। অত্যন্ত সজ্জন ও বিনয়ী ব্যক্তি হিসেবে তিনি সর্বজনবিদিত ছিলেন। তিনি একাধিক বই ও প্রবন্ধ লিখেছেন।

তিনি গত ১৯ অক্টোবর শনিবার রাত ১১টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

আরো পড়ুন  সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

সর্বশেষ সংবাদ