ইরান যদি আবার ইসরায়েলে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে থামাতে পারবে না। এজন্য ইসরায়েলে হামলা চালানোর বিষয়ে ইরানকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ও সাবেক এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়, “আমরা ইরানীদের বলেছি আপনারা পরবর্তী হামলা চালালে আমরা ইসরায়েলকে আর আটকে রাখতে সক্ষম হবো না। এবং আমরা নিশ্চিত করতে পারবো না যে ইসরায়েলের পরবর্তী আক্রমণটি আগেরটির থেকে কম হবে। এর লক্ষ্যবস্তুও আরও বেশি হতে পারে।”
প্রতিবেদনে কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বার্তাটি সরাসরি ইরানীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু ইসরায়েলি সূত্র বলেছে বার্তাটি সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে ওয়াশিংটন কিংবা তেহরানের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা ইরান ও তার মিত্রদের একত্র হয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে “দাঁত ভাঙা জবাব” দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র থেকে এ ঘোষণা দেয়া হয়।
এদিকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমটির আরেকটি প্রতিবেদনে বলা হয়, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এ হামলা আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে বলেও জানিয়েছে অ্যাক্সিওস।
এর আগে গত (১ অক্টোবর) ইরান হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরউশানকে হত্যার জবাবে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা ঘাঁটির দিকে ২০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সেই হামলার জবাবে গত শনিবার (২৬ অক্টোবর) সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান এবং তার মিত্রদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে এ হামলা চালাচ্ছে।