যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখন তীব্র উত্তেজনা! যেই প্রার্থী ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাবে, সেই হবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। কিন্তু বর্তমানে দুজন প্রার্থীর মধ্যে কতটুকু ব্যবধান? ট্রাম্প এবং কমলা হ্যারিস—এই দুজনেরই ২৭০ এ পৌঁছানোর পথে রয়েছে নানা চ্যালেঞ্জ।
নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ২৭০ ভোটে পৌঁছাতে তার প্রয়োজন মাত্র ২২টি ভোট। অর্থাৎ নির্বাচনের শেষ মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটের ফলাফলই হয়তো তাকে ‘ম্যাজিক’ সংখ্যার চূড়ায় পৌঁছতে সহায়তা করবে।
অপরদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের দখলে রয়েছে ২১৬ টি ইলেকটোরাল ভোট। ২৭০ ভোটে পৌঁছতে তার ৫৪টি ভোট প্রয়োজন। একদিকে সময়ের সীমাবদ্ধতা, অন্যদিকে ট্রাম্পের শক্তিশালী অবস্থান—কমলার জন্য এখন জয়ের পথ একেবারেই সরু হয়ে এসেছে।
এখন পর্যন্ত যা ফলাফল, তাতে ট্রাম্প ২৭০ ‘ম্যাজিক’ সংখ্যার থেকে মাত্র এক ধাপ দূরে। আর কমলার জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় ৫৪ টি ভোট পাওয়া কঠিন হয়ে উঠেছে। ফলে, নির্বাচনের ফলাফল কী হবে, তা এখনই বলা মুশকিল—কিন্তু যে যেভাবেই শেষ করুক, ২৭০ ভোটই হয়ে উঠেছে জয়ী হওয়ার চূড়ান্ত সূচক।