রাজধানী ঢাকার মিরপুরে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে প্রাইভেটকারটিতে আগুন লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার এসআই মো. কালাম।
তিনি বলেন, মিরপুর ২ নম্বরের ৬০ ফিট রাস্তায় হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, আগুনের এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।