26 C
Dhaka
Saturday, September 14, 2024

ভোট দিতে গিয়ে মারা গেলেন মফিজ

সিলেটের কোম্পানীগঞ্জে ভোট দিতে গিয়ে মফিজ মিয়া নামের এক ভোটারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে মারা গেছেন তিনি।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১টার দিকে তেলিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটের মাঠে লাইনে দাঁড়ানো অবস্থায় একজন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে শুনেছি।

আরো পড়ুন  উপজেলা চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল

মৃত মফিজ মিয়া (৫৫) কোম্পানীগঞ্জ উপজেলার চাতল পাড়ের বেলাজুর গ্রামের সাবেক মৃত তাজু ইসলামের ছেলে।

ভোটের মাঠে অসুস্থ ইউসুফ, বাসায় নিতেই মৃত্যু
মফিজের চাচাত ভাই ইয়াকুব আলী বলেন, আমার ভাই ভোট দিতে এসে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট মেডিকেলে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন  ব্যক্তিগত চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ সংবাদ