27 C
Dhaka
Saturday, September 14, 2024

পাঁচ মিনিটে ৬ হাজার ফুট নিচে নেমে যায় সিঙ্গাপুরগামী বিমানটি!

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনি বা এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এবার এ নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে যে বিমানটি টার্বুলেন্সের কবলে পড়ার পর আন্দামান সাগরের ওপরে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ১৮০০ মিটার বা ৬ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়।

আরো পড়ুন  ইসরায়েলবিরোধী যুদ্ধে মাঠে নামল নতুন বাহিনী

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি এমন সময়ে ঘটেছে যার আগে থাইল্যান্ডের কিছু অংশে বজ্রঝড় আঘাত হানে।

সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, টার্বুলেন্সের কবলে পড়ার পর বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি ব্যাংককে ডাইভার্ট করা হয়। যেখানে, বিমানটি মঙ্গলবার (২১ মে) বিকেল পৌনে ৪টায় অবতরণ করে।

বিমানটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

আরো পড়ুন  ‘মোদির বার্তা’ নিয়ে পুতিনের কাছে দোভাল, কী নিয়ে আলোচনা

এতে আরও বলা হয়, ‘সিঙ্গাপুর এয়ারলাইনস মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

সিঙ্গাপুর এয়ারলাইনস বিবৃতিতে আরও জানিয়েছে, ফ্লাইট এসকিউ৩২১ ‘পথে মারাত্মক টার্বুলেন্সের সম্মুখীন হয়েছে’। এ ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

আরও জানানো হয়েছে, যাত্রীদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সিঙ্গাপুর এয়ারলাইনস এবং প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা দিতে একটি দলকে ব্যাংককে পাঠানো হচ্ছে। এছাড়া, থাই কর্তৃপক্ষ সুবর্ণভূমি বিমানবন্দরে অ্যাম্বুলেন্স এবং জরুরি দল পাঠিয়েছে।

আরো পড়ুন  উইঘুর মুসলিমদের ইতিহাস মুছে ফেলছে চীন, বদলে দিলো গ্রামের নাম

সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী চি হং টাট বলেছেন, তাদের সরকার ওই বিমানে থাকা যাত্রী ও তাদের পরিবারকে সহায়তা দেবে।

সর্বশেষ সংবাদ