29 C
Dhaka
Friday, June 28, 2024

অভিযানে নেমে হামাসের হাতে আটক একদল ইসরায়েলি সেনা!

ইসরায়েলি সেনাদের একটি দলকে পুরোপুরি আটকের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। উত্তর গাজায় তাদের আটক করা হয়। হতাহতের শিকারও হয় কয়েকজন।

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা জানিয়েছেন এসব তথ্য। এক অডিওবার্তায় তিনি জানান, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছাকাছি একটি টানেলে অভিযানে গিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল। এ সময় তাদের ঘিরে ফেলে কাশেম ব্রিগেডের সদস্যরা।

আরো পড়ুন  ইরানে বিরল ‘মাছ বৃষ্টি’, তাজ্জব নেটদুনিয়া

হামাসের দাবি, সংঘর্ষে মৃত্যুও হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনার। আহত হয়েছে আরও কয়েকজন। সবাইকে আটক করা হয়েছে বলে জানান আবু ওবেইদা। তবে ঠিক কত সংখ্যক সেনা আটক বা হতাহতের শিকার স্পষ্ট জানায়নি হামাস।

তবে কাসেম ব্রিগেডের দাবি অস্বীকার করেছে ইসরায়েল। সেনাদের বন্দি হওয়ার কোনো ঘটনাই হয়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ।

আরো পড়ুন  ‘আমরা নিরাপদে নেই, দুই দিন ধরে না খেয়ে আছি’
সর্বশেষ সংবাদ