ভারতের জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ মে) জম্মুর আখনুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই উত্তর প্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার তীর্থযাত্রী। তারা রিয়াসি জেলার বিখ্যাত শিব খোরি মন্দিরে যাচ্ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি জম্মুর পুঞ্চ মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিতহের সংখ্যা বাড়তে পারে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে স্থানীয় প্রশাসন গিয়ে উদ্ধার অভিযান জোড়দার করে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, আহতদের উদ্ধার করে আখনুর হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।