31 C
Dhaka
Saturday, July 27, 2024

মোদির শপথের আগে ভারত থেকে নেপালের রাষ্ট্রদূত প্রত্যাহারের নেপথ্যে কী?

বিভিন্ন রাজ্যে ধরাশায়ী হলেও শেষমেষ ভারতে সরকার গড়তে চলেছে বিজেপি জোট ‘এনডিএ’। আর এই জোট সরকারে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা নরেন্দ্র মোদির। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনেতারা। সেই তালিকায় রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড।

কিন্তু তার আগেই বড় ধরনের একটি পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার। ভারত থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে নেপাল সরকার। তবে শুধু ভারতই নয়, রাষ্ট্রদূত প্রত্যাহার করছে আরো ১০টি দেশ থেকেও।

আরো পড়ুন  রইসির হেলিকপ্টার দুর্ঘটনা: ঘটনার প্রাথমিক তদন্তে যা বেরিয়ে আসলো

হঠাৎ করে নেপাল সরকারের কেন এই সিদ্ধান্ত? তাই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

নেপালের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, যে ১১টি দেশ থেকে রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেয়া হচ্ছে তাদের সকলকেই নেপালি কংগ্রেস পার্টির কোটা থেকে নিয়োগ করা হয়েছিল। বৃহস্পতিবার নেপাল সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

জানা গেছে, ভারত ছাড়াও এই তালিকায় যে দেশগুলো রয়েছে সেগুলো হলো- আমেরিকা, ব্রিটেন, উত্তর কোরিয়া, কাতার, স্পেন, ডেনমার্ক, ইসরাইল, সৌদি আরব, মালয়েশিয়া ও পর্তুগাল। ভারতে নেপালের নিযুক্ত রাষ্ট্রদূত হলেন ড. শঙ্কর শর্মা।

আরো পড়ুন  ইসরাইলে ১০০ ‘কাতিউশা’ রকেট ছুড়ল হিজবুল্লাহ

নেপালের একজন মন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ শ্রেষ্ঠা নেপালি কংগ্রেস এবং অন্যান্য দলের কোটা থেকে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন। তার বক্তব্য ছিল, এরকম সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে প্রভাব ফেলতে পারে। কিন্তু মন্ত্রীর তীব্র আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী দাহাল এবং সিপিএন-ইউএমএল সভাপতি কেপি শর্মা অলি রাষ্ট্রদূতদের ডাকার সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন  চিপসের প্যাকেটে মরা ব্যাঙ, টের পেলেন অর্ধেক খাওয়ার পর

উল্লেখ্য, আগে নেপালি কংগ্রেসের সাথে জোট বেঁধে সরকার গড়েছিলেন পুষ্প কমল দাহাল। সেই সময় ওই রাষ্ট্রদূতদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু পরে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল নেপালি কংগ্রেসের জোট থেকে বেরিয়ে আসেন এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল সাথে হাত মেলান। তার পরেই এমন সিদ্ধান্ত নিলেন নেপালের প্রধানমন্ত্রী। এসব রাষ্ট্রদূতকে তিন থেকে চার সপ্তাহের মধ্যে ফিরতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ