28 C
Dhaka
Monday, July 1, 2024

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোরবানির মাংস গলায় আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যু হওয়া ওই যুবকের নাম ইমরান হোসেন (২৭)। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে ও নারুয়া বাজারের ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খেতে গিয়ে ইমরানের গলায় আটকে যায়। দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন  সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, নিহত ১০

বালিয়াকান্দি থানার এসআই মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ